ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট ভোজ্যতেল আমদানির খরচ বাড়াল এনবিআরকরদাতাদের জন্য নতুন সফটওয়্যার, ঘরে বসেই হবে সমাধানঅনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার চালু করল এনবিআর ডিসেম্বরের মধ্যেই রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ হচ্ছে
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রাউন সিমেন্ট পিএলসি। সূত্র মতে, এদিন ক্রাউন সিমেন্ট পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থানে রয়েছে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৫৮ শতাংশ। এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, মুন্নু ফেব্রিক্স, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মনোস্পুল বাংলাদেশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, বীচ হ্যাচারি এবং সোনালী আঁশ।