২০২৪-২৫ অর্থবছরে রপ্তানির লক্ষ্য সাড়ে ৫৭ বিলিয়ন ডলার এস আলমের লাখ কোটি টাকা ঋণ, ব্যাংকে জমা ২৬ হাজার কোটিব্যবসায়ীদের ভ্যাট অডিটের নামে হয়রানির দিন শেষআয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে আজ থেকে৬ শিল্পগোষ্ঠীর কর ফাঁকি অনুসন্ধানে এনবিআর

বন্ড

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স (Bonded Warehouse License)

The Customs ACT 1969 এর Section-11 এর আওতায় জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন এলাকাকে ওয়্যারহাউস স্টেশন ঘোষণা করে। বর্তমানে ধাকা,গাজিপুর,মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, বরিশাল, রংপুর, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কক্সবাজার,মাওয়া, চট্টগ্রাম, ও খুলনার কয়েকটি স্থানকে ওয়্যারহাউস স্টেশন ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে মতুন কোন এলাকাকে ওয়্যারহাউস এলাকা বলে ঘোষণা দেয়া হচ্ছে না। এছাড়া, বর্তমানে উৎপাদিত পণ্য দেশীয় বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে হোম কনজাম্পশন বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স প্রদান করা হচ্ছে না। কেবলমাত্র উৎপাদিত পণ্য সরাসরি বিদেশে রপ্তানির উদ্দেশ্যে এক্সপোর্ট অরিয়েন্টেড বন্ডেড ওয়্যারহাউস স্টেশন ঘোষণা করে। ওয়্যারহাউস লাইসেন্স প্রদান করা হচ্ছে।

একশতভাগ রপ্তানিমুখী হলে আপনি শুল্ক বিভাগ হতে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সুবিধা নিয়ে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে খরচ কমাতে পারেন। অবশ্যই এক্ষেত্রে আপনাকে পণ্য ১০০ ভাগ রপ্তানি করতে হবে। নতুবা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি না করে আপনি শুল্ক, কর ইত্যাদি প্রদান করে কাঁচামাল আমদানি বা স্থানীয়ভাবে ক্রয় করে পণ্য উৎপাদন করতে পারেন। সেক্ষেত্রে ওয়্যারহাউস লাইসেন্সের দরকার হবে না। রপ্তানির পর আপনি ডিউটি ড্র ব্যাক বা বর্তমান নিয়ম অনুযায়ী ২৫% ক্যাশ বেনিফিট পেতে পারেন। ডিউটি ড্র ব্যাক DEDO অফিস থেকে নিয়ম অনুযায়ী দাবি করতে হবে। আর ক্যাশ বেনিফিট ২৫% আপনার ব্যাংকের মাধ্যমে আবেদন করে সংগ্রহ করতে হবে।

ধাপ-১ বন্ড লাইসেন্স আবেদন ফরম সংগ্রহ বা ডাউনলোড করতে হবে। বন্ড লাইসেন্সের জন্য যেসব কাগজ পত্র দাখিল করতে হয় তার একটি তালিকা দেয়া হল।

প্রয়োজনীয় কাগজপত্র

১. রেভিনিউ ষ্ট্যাম্প সহ নির্ধারিত ফরমে আবেদন

২. বিনিয়োগ বরদ/বিসিক রেজিস্ট্রেশন

৩. কোম্পানি টিয়াআএন এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (IT-10B) হতে সব পরিচালক এবং উদ্যোক্তার সম্পত্তির হিসাবের সত্যায়িত কপি

৪. হালনাগাদ ট্রেড লাইসেন্স

৫. হালনাগাদ ফায়ার লাইসেন্স

৬. ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Business Identification number-BIN)

৭. সংশ্লিষ্ট সমিতির সদস্য সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

৮. ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে উদ্দক্তা/পরিচালকবৃন্দের নাম, ঠিকানা, পদবী, স্বাক্ষর ও ছবি সংযুক্ত করতে হবে

৯. বয়লার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)

১০. জয়েন্ট স্টক কোম্পানির মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন এর মূল কপি (১কপি)

১১. মেশিনারি ক্রয়ের দলিল। মেশিনারি আমদানির দলিলাদি এবং স্থানীয় মেশিনারি ক্রয়ের চালানপত্র প ক্যাশমেমো

১২. ফ্যাক্টরি লে-আউট প্ল্যানের ২কপি। রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার কর্তৃক স্বাক্ষরিত

১৩. নোটারী পাবলিক কর্তৃক প্রত্যায়িত বাড়ি ভাড়ার চুক্তিপত্র অথবা মালিকানা দলিল

১৪. ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে সত্তাধিকারি/মালিক হিসেবে হলফনামা নোটারী পাবলিক কর্তৃক প্রত্যায়িত

১৫. আবেদনকারীর জেনারেল বন্ড দাখিলের আর্থিক সামর্থ্য রয়েছে এই মর্মে লিয়েন ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্র

১৬. লাইসেন্স ফি- ২০০০/- টাকা

ধাপ-২ আবেদনপত্রে উল্লেখিত ফ্যাক্টরীর সুবিধা এবং অন্যান্য তত্থ্যাবলী যাচাইয়ের জন্য পরিদর্শনের তারিখ ও সময় নিতে হবে

ধাপ-৩ পরিদর্শনের পর সংশ্লিষ্ট অফিসার একটি প্রতিবেদন দাখিল করতে যা কমিশনার কর্তৃক প্রত্যয়ন করতে হবে

ধাপ-৪ কমিশনার কর্তৃক প্রত্যায়িত হবার পর লাইসেন্স ফরম সংগ্রহ করতে হবে এবং তা পূরণ করে আবার জমা দিতে হবে

ধাপ-৫ নির্ধারিত ফি এবং জেনারেল বন্ড জমা দিতে হবে

ধাপ-৬ বন্ড লাইসেন্স সংগ্রহ করতে হবে

বিস্তারিত তথ্যের জন্যঃ

কাস্টমস বন্ড কমিশনারেট

৩৪২/১ সেগুনবাগিচা, ধাকা-১০০০

ওয়েবঃ www.cbc.gov.bd