ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংকঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সদরপতনের শীর্ষে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ স্টক এক্সচেঞ্জেপ্রতিযোগীদের কম শুল্কই বড় চ্যালেঞ্জরিটার্ন জমা না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
No icon

এনবিআরের আরও ৯ কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত

বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাষ্ট্রের গোপন দলিল ফাঁস করার অভিযোগে একজন কর্মকর্তা এবং চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে সাম্প্রতিক আন্দোলনের কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। 

এনবিআরের বোর্ড প্রশাসন বিভাগের এক চিঠিতে বলা হয়, বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় আয়কর ও কাস্টমস বিভাগের সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হলেন– কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, ঢাকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক নাজমুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা পশ্চিমের) সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথী, কাস্টমস বন্ড কমিশনারেটের (ঢাকা উত্তর) সহকারী রাজস্ব কর্মকর্তা রৌশনারা আক্তার, কর অঞ্চল-১৪ এর প্রধান সহকারী বিএম সবুজ ও ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সিপাই সালেক খান। বোর্ড প্রশাসন এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কর ও কাস্টমস প্রশাসনকে চিঠি দিয়েছে। এটি বাস্তবায়ন করে আইআরডিকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।