বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাষ্ট্রের গোপন দলিল ফাঁস করার অভিযোগে একজন কর্মকর্তা এবং চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে সাম্প্রতিক আন্দোলনের কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এনবিআরের বোর্ড প্রশাসন বিভাগের এক চিঠিতে বলা হয়, বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় আয়কর ও কাস্টমস বিভাগের সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হলেন– কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, ঢাকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক নাজমুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা পশ্চিমের) সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথী, কাস্টমস বন্ড কমিশনারেটের (ঢাকা উত্তর) সহকারী রাজস্ব কর্মকর্তা রৌশনারা আক্তার, কর অঞ্চল-১৪ এর প্রধান সহকারী বিএম সবুজ ও ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সিপাই সালেক খান। বোর্ড প্রশাসন এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কর ও কাস্টমস প্রশাসনকে চিঠি দিয়েছে। এটি বাস্তবায়ন করে আইআরডিকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।