ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংকঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সদরপতনের শীর্ষে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ স্টক এক্সচেঞ্জেপ্রতিযোগীদের কম শুল্কই বড় চ্যালেঞ্জরিটার্ন জমা না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

প্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ৪৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯২ লাখ টাকার।

আর ১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম । লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্রামীণফোন, খান ব্রাদাস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, প্রাইম ব্যাংক, বিচ হ্যাচারি এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।