ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংকতিন কারণে হঠাৎ বরখাস্ত হলেন চট্টগ্রামের কাস্টম কমিশনারএবার তোপের মুখে এনবিআর, বিব্রত মধ্যস্থতাকারীরাওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে তৎপর ঢাকাব্যাংক ও এসএমই খাতের সংস্কার ডিসেম্বরের মধ্যে শেষ হবে : অর্থ উপদেষ্টা
No icon

২০০ বিলিয়ন ডলারের ক্লাবে মার্ক জাকারবার্গ

জেফ বেজোস ও বার্নার্ড আরনল্ট এবার পেছনে তাকিয়ে দেখতেই পারেন মার্ক জাকারবার্গ তাঁদের কতটা কাছে এসে পড়েছেন। অন্তত ২০০ বিলিয়ন ডলার বা ২০ হাজার কোটি ডলারের সম্পদ আছে, এমন মানুষের সংখ্যা পৃথিবীতে মাত্র ৪ জন। এই চতুর্থজনই হলেন মার্ক জাকারবার্গ। মাত্রই তিনি এই ২০০ বিলিয়ন ডলারের ক্লাবে যোগ দিলেন।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সের সর্বশেষ হিসাবে, ২০২৪ সালে ফেসবুকের মালিক কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে ৭৩ দশমিক ৪ বিলিয়ন বা ৭ হাজার ৩৪০ কোটি ডলার। ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০১ বিলিয়ন ডলারে। অর্থাৎ তিনি এই ক্লাবের অন্য তিনজনের সঙ্গী হলেন।