ডিসেম্বরের শেষ দিক। ব্যাংক হিসাবের খাতায় চোখ রেখে হিসাব মেলাচ্ছিলেন শাহনাজ পারভীন। সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকা থেকে প্রতি মাসের মুনাফা তার পারিবারিক খরচের একটি ভরসা। কিন্তু জানুয়ারি মাসে হিসাব মিলিয়ে দেখেই তিনি থমকে গেলেন- মুনাফা কম!
২০২৫ সালের ডিসেম্বরে যেখানে তিনি পেয়েছিলেন ২ হাজার ৭৩৬ টাকা, সেখানে একই বিনিয়োগ থেকে চলতি বছরের জানুয়ারিতে এসেছে ২ হাজার ৫৯২ টাকা। পার্থক্য খুব বড় না হলেও প্রশ্নটা বড়- কেন কমলো?
ব্যাংকে খোঁজ নিয়ে যা জানলেন, তা আরও হতাশাজনক। আগে তার মতো পাঁচ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ক্ষেত্রে যেখানে ৫ শতাংশ উৎসে কর কাটা হতো, সেখানে এখন কাটা হচ্ছে ১০ শতাংশ। কোনো নোটিশ নেই, নেই কোনো প্রজ্ঞাপন, নীরবে বদলে গেলো নিয়ম!
আগে ৫ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ছিল ৫ শতাংশ এবং ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ছিল ১০ শতাংশ। এখন সবার জন্য ১০ শতাংশ উৎসে কর নির্ধারণ করা হয়েছে।-জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন ও জনসংযোগ) মো. রেজানুর রহমান দীর্ঘদিন ধরেই সঞ্চয়পত্র মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত মানুষদের নিরাপদ বিনিয়োগের আশ্রয়। বিশেষ করে ছোট বিনিয়োগকারীদের জন্য তুলনামূলক কম উৎসে কর এ খাতে বিনিয়োগের অন্যতম প্রণোদনা ছিল। কিন্তু নতুন এই পরিবর্তনে সেই সুবিধা কার্যত উঠে গেলো।আগে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর ছিল ৫ শতাংশ। পাঁচ লাখ টাকার বেশি হলে কাটা হতো ১০ শতাংশ। এখন বিনিয়োগের পরিমাণ যাই হোক না কেন, সবার ক্ষেত্রেই উৎসে কর নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ।শাহনাজ পারভীনের প্রশ্ন, আমরা যারা ছোট বিনিয়োগকারী, তাদের ওপর কর বাড়ানো হলো নীরবে। কোথাও কোনো ঘোষণা নেই, কোনো প্রজ্ঞাপন নেই। এভাবে চুপিসারে সিদ্ধান্ত নেওয়া কেন?
সঞ্চয়পত্রে মুনাফা কম পেয়ে শুধু শাহনাজ পারভীন নন, তার মতো অনেক ছোট বিনিয়োগকারী হতাশ। অনেকেরই সংসার চালানোর অন্যতম অবলম্বন এটা। এমন একজন আয়েশা। রামপুরার বাসিন্দা আয়েশা জানান, সঞ্চয়পত্রের বিনিয়োগ থেকে ২০২৫ সালের ডিসেম্বরে ১ হাজার ৮২৪ টাকা মুনাফা পেয়েছিলাম। কিন্তু একই বিনিয়োগ থেকে চলতি বছরের জানুয়ারি মাসে মুনাফা এসেছে ১ হাজার ৭২৮ টাকা।তিনি বলেন, কম মুনাফা আসায় ব্যাংকে যোগাযোগ করি। তখন ব্যাংক থেকে জানানো হয়- আগে ৫ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর কাটা হতো ৫ শতাংশ এবং ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ উৎস কর কাটা হতো। কিন্তু সরকারের নির্দেশে এখন যে কোনো পরিমাণ বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ১০ শতাংশ কাটা হচ্ছে।তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যারা ছোট বিনিয়োগকারী তাদের উৎসে কর বাড়িয়ে দেওয়া হলো নীরবে। কোথাও কোনো সংবাদ বা প্রজ্ঞাপন দেখলাম না। এভাবে চুপিসারে কম বিনিয়োগকারীদের উৎসে কর বাড়ানো কেন হলো? যারা বড় বিনিয়োগকারী তাদের ক্ষেত্রে তো কিছুই করা হলো না। এটা কি তেলা মাথায় তেল দেওয়ার মতো অবস্থা হয়ে গেলো না?

