ই-রিটার্ন দাখিল করেছেন ৩৩ লাখ ৮৮ হাজার করদাতাইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পেরডিজিটালাইজেশন না হওয়ায় এনবিআরে ঝামেলা: মো. আবদুর রহমান খানএলপিজির ভ্যাট কমানোর সুপারিশ জ্বালানি মন্ত্রণালয়েরঅনলাইনে ভ্যাট রিফান্ড চালু, তাৎক্ষণিক পেলো তিন কোম্পানি
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্য়দিবস সোমবার (২৬ জানুয়ারি) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূত্রমতে, সোমবার এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ০৯ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ০৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ওয়েলডিং, ডমিনেজ স্টিল, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, প্যাসিফিক ডেনিমস্‌ লিমিটেড এবং নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।