দর বৃদ্ধির শীর্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জে এনআরবিসি ব্যাংকডিসেম্বরে ভ্যাট নিবন্ধনের আওতায় ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানশিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি করল এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডের ১৭ কমিশনারকে একযোগে বদলীই-রিটার্ন দাখিল ৩০ লাখ ছাড়িয়ে
No icon

পাঁচ বছর পর দেশের আমদানি বাণিজ্য আবার সচল হওয়ার পথে

০২০ সাল থেকে করোনার সংক্রমণ, বৈশ্বিক মন্দা, দেশে ডলার সংকট, অর্থনৈতিক মন্দার কারণে আমদানি বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে।   টানা পাঁচ বছর আমদানি ব্যাহত হওয়ার পর এখন এ বাণিজ্য সচল হওয়ার পথ খুলেছে। আড়াই বছর ধরে চলা ডলার সংকট ক্রমেই কেটে যাচ্ছে, বকেয়া বৈদেশিক ঋণের স্থিতিও কমতে শুরু করেছে। ফলে ঋণ পরিশোধে চাপও কমছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নতি হচ্ছে। 

আন্তর্জাতিক বাজারেও পণ্যের দাম বেশ খানিকটা কমেছে। আগামী বছরে তা আরও কমে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন চলে যেতে পারে। জ্বালানি তেলের দামও কমেছে। আগামীতে আরও কমে প্রতি ব্যারেল ৭৩ ডলারে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এসব মিলে আমদানি বাণিজ্য আগামীতে বেড়ে যাবে।