কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি অর্থনীতি সর্বোচ্চ ভ্যাট দিয়ে দেশসেরা ৯ প্রতিষ্ঠানআয়কর রিটার্ন জমাদেওয়ার সময় বাড়ল দুই মাস  কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল বাধ্যবাধকতা ও ব্যর্থতার ফলাফলআয়কর কিভাবে পরিশোধ করতে হবে
No icon

করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে



১. কোন স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয়;
২. মহিলা এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৪০,০০,০০০ টাকার বেশী হয়;
৩. তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০ টাকার বেশী হয়;
৪. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৫,০০,০০০ টাকার বেশী হয়।