কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি অর্থনীতি সর্বোচ্চ ভ্যাট দিয়ে দেশসেরা ৯ প্রতিষ্ঠানআয়কর রিটার্ন জমাদেওয়ার সময় বাড়ল দুই মাস  কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল বাধ্যবাধকতা ও ব্যর্থতার ফলাফলআয়কর কিভাবে পরিশোধ করতে হবে
No icon

সংশোধিত রির্টান দাখিলের পদ্ধতী

রিটার্ন দাখিলের পর যদি করদাতার নিকট প্রতিয়মান হয় যে, নিন্মবর্র্ণিত কারণে তার প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয়নি বা সঠিক অঙ্কে পরিশোধিত হয়নি তাহলে তিনি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন, যথা :
(ক) প্রদর্শিত আয়; বা
(খ) দাবিকৃত কর অব্যাহতি বা ক্রেডিট; বা 
(গ) অন্য কোনো কারণে।
        এক্ষেত্রে, করদাতা সংশোধিত রিটার্ন দাখিলের কারণ সংবলিত একটি লিখিত বিবৃতি দাখিল করবেন। তবে, নিন্মবর্ণিত ক্ষেত্রে 
        সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে না, যথা :
(ক) রিটার্ন দাখিল করবার তারিখ হতে ১৮০  (একশত আশি) দিন শেষ হবার পর;
(খ) সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর; বা
(গ) মূল রিটার্ন ধারা ১৮২ এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হবার পর।