ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক্সএনবিআরে ২ দিনে ৪১ অতিরিক্ত কর কমিশনারসহ ১৭৪ কর্মকর্তা বদলি ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এক্সিম ব্যাংকআয়কর রিটার্ন অডিটে নতুন নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে সোনালী পেপার
No icon

এনবিআরের ৫ আয়কর কর্মকর্তা বরখাস্ত

সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এর আগে দুপুরে এনবিআরের কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ চার কাস্টমস কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়। প্রায় একই অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের তিন অতিরিক্ত কর কমিশনারসহ পাঁচ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এনবিআর সংস্কার আন্দোলনের কর্মসূচি পালন এবং দেশের রাজস্ব কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক কর কমিশনার চাঁদ সুলতানা চৌধুরানী, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, কর অঞ্চল-০৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব, ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মেসবাহ উদ্দিন খান এবং দিনাজপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া।

সরকার গত ১২ মে ২০২৫ তারিখ ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এরপর এর বিরোধিতা করে আয়কর ও কাস্টমস বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা রাজস্ব ভবনে কর্মসূচি পালন করেন। আদেশে বলা হয়, এ সময় এসব কর্মকর্তা দাপ্তরিক কার্যক্রমে বাধা প্রদান করেন এবং অন্যদের কাজ বন্ধ করতে উসকানি দেন। এতে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাহত হয়। এজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৩৯(১) অনুযায়ী তাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগপূর্বক সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

দুপুরে যেসব কাস্টমস কর্মকর্তাকে বরখাস্ত করা হয় তারা হলেন—সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার কুন্ডু, মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কর কমিশনার আবুল আ’লা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কর কমিশনার মো. সানোয়ারুল কবির এবং খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ কর কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম।

এর আগে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলা, ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ নানা অভিযোগে এনবিআরের আয়কর ও কাস্টমস বিভাগের ২০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।