প্রথম ১০ দিনেই প্রায় ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল১০ দিনেই প্রায় ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিলঢাকা স্টক এক্সচেঞ্জ নগদ লভ্যাংশ পাঠিয়েছে লিন্ডে বিডিঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচুয়াল ফান্ডআয়কর রিটার্ন জমা না দিলে আটকে যেতে পারে বেতন-ভাতা
No icon

৫ ধরনের করদাতাদের অনলাইনে রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে ছাড়

যাদের ছাড় দেওয়া হয়েছে তারা হলেন-  ১. ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা; ২. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ দাখিল সাপেক্ষে); ৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা; ৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং ৫. বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে তারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এর আগে ৩ আগস্ট সারা দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়।