সহজ ভ্যাট ব্যবস্থাপনা-আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান ব্যবসায়ীরাকরমুক্ত আয়সীমা বাড়ছে না, সুবিধা হারাতে পারে বড় রপ্তানি খাতমাইক্রোবাসে শুল্ক প্রত্যাহার দাবিমার্কিন শেয়ারবাজারে ধস, ডলারের দাম সর্বনিম্ন ২০২৩ সালে দেশের রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
No icon

রাজস্ব আহরণে অটোমেশনের বিকল্প নেই

রাজস্ব আহরণে অটোমেশনের বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। প্রতিবছর আমাদের লক্ষ্যমাত্রা বাড়ছে, তাই লক্ষ্যে পৌছাতেই এই প্রক্রিয়ায় পৌছানো যাবেনা। রবিবার (১৫ মার্চ) আইসিএবি সভাপতি মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এনবিআরের লিগ্যাল এন্ড এনফোর্সমেন্টের সদস্য নাহার ফেরদৌসি, সদস্য রন্জন কুমারসহ এনবিআরের ঊর্ধতন কর্মকর্তারা। অনুষ্টানে কি নোট উপস্থান করেন আইসিএবি সদস্য স্নেহাশীষ বড়ুয়া।

এনবিআর চেয়ারম্যান, আমরা বরাবর ছোটদের বিষয়ে তৎপর কিন্তু বড়দের তৎপরতা কম। আমরা অনেক পরিশ্রম করছি কিন্তু ততটা রাজস্ব আহরিত হচ্ছে না।