কর প্রশাসন আধুনিকায়নে এডিবির আরও সম্পৃক্ততা চান অর্থ উপদেষ্টাচট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কঅনলাইনে আয়কর রিটার্ন জমা ১৬ লাখ ছাড়ালএকনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদনঅনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড
No icon

চলতি বছর এআই খাতে বিনিয়োগ ১০০ বিলিয়ন

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ছেই। চলতি বছরেই এসব কোম্পানির এআই বিনিয়োগ ৫০ শতাংশের বেশি বেড়েছে; এই বিনিয়োগের পরিমাণ ইতিমধ্যে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে।

ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা অবশ্য এআইয়ের এই বাড়বাড়ন্ত নিয়ে কিছুটা সন্দিহান। তাঁদের মনে শঙ্কা, এত বিনিয়োগ থেকে যে পরিমাণ লভ্যাংশ উঠে আসার কথা, তা আসবে কি না।

মেটা, অ্যালফাবেট ও আমাজনের মতো বড় প্রতিষ্ঠানগুলো বছরের প্রথম ছয় মাসে এআই বাবদ বিনিয়োগের তথ্য প্রকাশ করেছে। তাঁদের তথ্যানুসারে, এই বিনিয়োগের পরিমাণ ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ওয়াল স্ট্রিটের শঙ্কা সত্ত্বেও এই কোম্পানিগুলো জানিয়েছে, আগামী ১৮ মাসে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ আরও বাড়বে।