কর প্রশাসন আধুনিকায়নে এডিবির আরও সম্পৃক্ততা চান অর্থ উপদেষ্টাচট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কঅনলাইনে আয়কর রিটার্ন জমা ১৬ লাখ ছাড়ালএকনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদনঅনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড
No icon

টিআরপি সনদ প্রাপ্তির যোগ্যতা কি

১.    সরকারি চাকরিতে কর্মরত নন এইরুপ বাংলাদেশি নাগরিক হবে;
২.    ন্যূনতম অনার্স  বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৩.    স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে সমক্য ধারণ থাকতে হবে;
৪.    কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে;
৫.    বোর্ড কর্তৃক গৃহীত কর অভিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং;
৬.    টিআইএনধারী হতে হবে এবং আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ থাকতে হবে।