বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো শুক্র ও শনিবার কাস্টম হাউস খোলা থাকবে৩০ দিনে বিনিয়োগের অর্থ ফেরাতে ব্যর্থ হলে তিনজনকে শতকোটি জরিমানাবাংলাদেশ আইএমএফের ষষ্ঠ কিস্তি পাবে নির্বাচনের পর বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজের
No icon

রাজস্ব ফাঁকি উদঘাটন অভিযান থেকে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায়

রাজস্ব ফাঁকি উদঘাটন অভিযান থেকে ৯ মাসে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৪ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো: আল-আমিন শেখ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এনবিআরের মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো। গত ৯ মাসে (সেপ্টেম্বর’২৪ হতে মে’২৫ পর্যন্ত) এনবিআরের দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো মোট ১৬ হাজার ৫৭২ টি কর/রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬ হাজার ২৪৬ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ৯৯৪ কোটি টাকা।