কাজে ফিরেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরাযুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে সরকারবিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেবে এনবিআর‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ চলবেচলমান আন্দোলনে রাজস্ব আদায় কিছুটা সমস্যা হচ্ছে : আবদুর রহমান খান
No icon

বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তির বাতাস

এপ্রিলের মাঝামাঝি সময়ে এসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তির বাতাস বইছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১৭ এপ্রিল পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৭৩ বিলিয়ন ডলারে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে দেশের রিজার্ভ বর্তমানে ২১.৩৯ বিলিয়ন ডলার। এছাড়া, আইএমএফকে জানানো আরও একটি হিসাব অনুযায়ী, যেখানে এসডিআর, ব্যাংকগুলোর ক্লিয়ারিং হিসাব এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারের উপযোগী রিজার্ভ ধরা হয়—সেই পরিমাণ এখন প্রায় ১৬ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।

রিজার্ভ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে এসেছে ১০৫ কোটি ২৪ লাখ ডলারের রেমিট্যান্স। শুধু মার্চ মাসেই রেমিট্যান্সের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ—এক মাসে এসেছে ৩.২৯ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।