বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো শুক্র ও শনিবার কাস্টম হাউস খোলা থাকবে৩০ দিনে বিনিয়োগের অর্থ ফেরাতে ব্যর্থ হলে তিনজনকে শতকোটি জরিমানাবাংলাদেশ আইএমএফের ষষ্ঠ কিস্তি পাবে নির্বাচনের পর বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজের
No icon

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার কোম্পানি থেকে এলএনজি কেনার চুক্তি বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার কোম্পানি আর্জেন্ট থেকে প্রতিবছর ৫ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনানুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বাংলাদেশের সঙ্গে এলএনজি কেনার চুক্তির কথা জানিয়েছে। রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এ তথ্য।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। উভয়পক্ষের মতে, এটি নতুন প্রশাসনের জ্বালানি খাতে সহায়ক নীতির প্রতি শিল্পের আস্থার প্রতিফলন।