ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্সঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কর কমিশনার মিতু বরখাস্তপুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্সশুল্ক আরও কমানোর চেষ্টায় সরকার
No icon

কর্মঘণ্টা কমানোর সুফল আইসল্যান্ডের অর্থনীতিতে

সংক্ষিপ্ত কর্মঘণ্টা ও সপ্তাহে তিনদিন ছুটির শিথিল নিয়মে বেশির ভাগ ইউরোপীয় দেশের তুলনায় ভালো করছে আইসল্যান্ডের অর্থনীতি। যুক্তরাজ্যের অটোনমি ইনস্টিটিউট ও আইসল্যান্ডের অ্যাসোসিয়েশন ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ডেমোক্রেসি (এএলডিএ) নামে দুটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে, ২০২০-২২ সালের মধ্যে দেশটির ৫১ শতাংশ কর্মী সপ্তাহে চারদিনসহ সংক্ষিপ্ত কর্মঘণ্টার প্রস্তাব গ্রহণ করেন। তবে এ সুযোগ নেয়া কর্মীর সংখ্যা বর্তমানে আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর সিএনএন।