কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এইচ আর টেক্সটাইলএনবিআর ও কাস্টমসের জটিলতা নিরসনের দাবি তৈরি পোশাক ক্রেতাদেরমার্কিন শুল্ক সুবিধা কাজে লাগাতে কৌশল নেওয়ার পরামর্শ ৪০ ক্রেতারদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার
No icon

ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট কমে চার বছরের সর্বনিম্নে নেমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক (ডিএসইএক্স) রবিবার ১৪৯ পয়েন্ট (দুই দশমিক ৯১ শতাংশ) কমে ৪,৯৬৫-এ বন্ধ হয়েছে - যা প্রায় চার বছরে দেখা যায়নি। ২০২০ সালের ২ ডিসেম্বর শেষবার সূচকের এমন পতন হয়েছিল। সেসময় এটি ৪,৯৩৪ পয়েন্টে নেমেছিল।

রবিবারের ট্রেডিং সেশনে কেবল ২৯টি ইস্যুর অগ্রগতি দেখা গেছে, যেখানে ৩৪১টি হ্রাস পেয়েছে এবং ২৫টি অপরিবর্তিত রয়েছে। লেনদেনও কিছুটা কমে গিয়ে দাঁড়িয়েছে ৩০১ কোটি টাকায়।