ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এইচ আর টেক্সটাইলএনবিআর ও কাস্টমসের জটিলতা নিরসনের দাবি তৈরি পোশাক ক্রেতাদেরমার্কিন শুল্ক সুবিধা কাজে লাগাতে কৌশল নেওয়ার পরামর্শ ৪০ ক্রেতারদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলারঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে এইচ আর টেক্সটাইল
No icon

বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবা পেপারলেস হবে

২০২৫ সালের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবা পেপারলেস হবে। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে ৩০ জুনের মধ্যে প্রয়োজনীয়তা জানাতে বলা হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী বছরের মধ্যে ই-গভর্নেন্সের আওতায় আসবে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার সকালে রাজধানীতে ইনোভেশন শোকেস কার্যক্রমের উদ্বোধন শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সবাইকে সুশৃঙ্খল কার্যক্রমের আওতায় নিয়ে আসতে হবে। বিভিন্ন পণ্যের সাপ্লাই চেইনে বাড়তি নজরদারি দরকার। সেজন্য সব দপ্তরের সহযোগিতা দরকার।