উল্কা গেমসের কর ফাঁকির ৫০ কোটি টাকা আদায়ে ব্র্যাক ব্যাংকে এনবিআরবাজেটের আকার কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলইরানের তেল রফতানিতে বাধা নেইদশ পণ্যে রাজস্ব আহরণে ধসআমদানিনির্ভর নিত্যপণ্যের শুল্ককর যৌক্তিক হতে হবে
No icon

ডিএসইর রাজস্ব আদায় ২৫০ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে সরকারের রাজস্ব আদায় হয়েছে ২৫০ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার টাকা। আগের অর্থবছরের যার পরিমাণ ছিল ২৩৩ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে প্রায় ১৭ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গত অর্থবছরে ডিএসইতে ব্রোকারেজ হাউসের মাধ্যমের রাজস্ব আদায় হয়েছে ১৪৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া স্পন্সর ও প্লেসমেন্টের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ১০৪ কোটি ৭৩ লাখ ২৭ হাজার টাকা। আগের অর্থবছরের একই সময়ে ব্রোকারেজ হাউসের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছিল ১৫৯ কোটি ২ লাখ ৬১ হাজার টাকা এবং স্পন্সর ও প্লেসমেন্টের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছিল ৭৪ কোটি ১২ লাখ ৩ হাজার টাকা।

বছরের ব্যবধানে ব্রোকারেজ হাউসের মাধ্যমে কমলেও বেড়েছে স্পন্সর ও প্লেসমেন্টের মাধ্যমে রাজস্ব আদায়। গত অর্থবছরের শেষ মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১১ কোটি ৫ লাখ ৮৪ হাজার টাকা।