উল্কা গেমসের কর ফাঁকির ৫০ কোটি টাকা আদায়ে ব্র্যাক ব্যাংকে এনবিআরবাজেটের আকার কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলইরানের তেল রফতানিতে বাধা নেইদশ পণ্যে রাজস্ব আহরণে ধসআমদানিনির্ভর নিত্যপণ্যের শুল্ককর যৌক্তিক হতে হবে
No icon

আবার ঘুরে দাঁড়িয়েছে রাশিয়ার মুদ্রা রুবল

আবার ঘুরে দাঁড়িয়েছে রাশিয়ার মুদ্রা রুবল। এর আগে গত ১৮ মাসের মধ্যে রুবলের মান ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়; এরপর গতকাল সোমবার তা আবার ঘুরে দাঁড়ায়। দেশটিতে এখনো বিদেশি মুদ্রার সংকট থাকলেও তেলের উচ্চমূল্যের কারণে রুবলের দাম বেড়েছে।

গতকাল ডলারের বিপরীতে রুবলের মান শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ডলারে এখন ৯৯ দশমিক ৭৫ রুবল পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে ডলারের দাম বেড়ে ১০২ দশমিক ৩৪ রুবলে উঠেছিল, যা ২০২২ সালের ২৩ মার্চের পর ছিল সর্বনিম্ন। ইউক্রেনে হামলা চালানোর পর রুশ মুদ্রা রুবলের ব্যাপক দরপতন হয়। হামলার সপ্তাখানিক পরে ডলারের বিপরীতে রুবলের দর ১২১ দশমিক ৫২-তে নেমে গিয়েছিল। এদিকে ডলারের পাশাপাশি অন্যান্য মুদ্রার বিপরীতেও রুবলের দর বেড়েছে। গতকাল ইউরোর বিপরীতে রুবলের দর বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ এবং ইউয়ানের বিপরীতে রুবলের দর বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।

তবে রুবলের দরপতন ঠেকাতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়িয়েছিল। এর আগে গত আগস্ট মাসে ডলারের বিপরীতে রুবলের মান তিন অঙ্কের ঘরে উঠে গেলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জরুরি ভিত্তিতে সুদের হার ৩৫০ ভিত্তি পয়েন্ট বাড়ায়। এ ছাড়া মুদ্রার দরপতন ঠেকাতে তারা আবারও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলে, যদিও শেষমেশ তেমন কোনো ব্যবস্থা তারা নেয়নি। এরপর সেপ্টেম্বর মাসে সুদহার ১৩ শতাংশে উন্নীত করা হয়। যেসব বিশ্লেষকের সঙ্গে রয়টার্স কথা বলেছে, তাঁদের ধারণা, চলতি অক্টোবর মাসের ২৭ তারিখে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আবারও নীতি সুদহার বাড়াতে পারে। ধারণা করা হচ্ছে, ডলারের বিপরীতে রুবলের মান ধারাবাহিকভাবে কম থাকলে রাশিয়ার দীর্ঘ মেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা বিনষ্ট হবে।

এদিকে ইসরায়েলে হামাসের হামলার কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। সে জন্য রাশিয়ার অর্থ মন্ত্রণালয় আশা করছে, সেপ্টেম্বর মাসে জ্বালানি বাবদ দেশটির রাজস্ব আয় বাড়বে। বিশ্লেষকেরা বলছেন, এসব পূর্বাভাস সত্য হলে তেল কোম্পানিগুলোকে বিদেশি মুদ্রা বিক্রি বাড়াতে হবে। রপ্তানিকারকেরা চলতি মাসের শেষ পর্যায়ের আগে বিদেশি মুদ্রার বিক্রয় সীমিত করবে, এমন সম্ভাবনা কম। অর্থাৎ চলতি সপ্তাহে রুবলের মান আবারও ঘুরে দাঁড়াতে পারে। এদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার স্টক সূচকও ঊর্ধ্বমুখী। ডলারভিত্তিক আরটিএস সূচক বেড়েছে ১ দশমিক ৪ পয়েন্ট এবং রুবলভিত্তিক এমওইএক্স রুশ সূচক শূন্য দশমিক ৯ শতাংশ বাড়তি, এর আগে যা এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। 

রয়টার্স