১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআরঅনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, বিশেষ ক্ষেত্রে কাগজে জমাচলতি কর বছরে ১০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল বাংলাদেশ থেকে পাট আমদানি বাড়াতে চায় পাকিস্তান ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এইচ আর টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।

সূত্র মতে, এদিন এইচআর টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। এর ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং মিলসের শেয়ার দর কমেছে  ৫ দশমিক ৫৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো ফার্স্ট ফাইন্যান্স, এসএস স্টিল, এপোলো ইস্পাত, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, আরএকে সিরামিক্স এবং সি এন্ড এ টেক্সটাইলসের ।