
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ জুলাই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১৬১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্রহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। এছাড়া শেয়ারদর ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
এছাড়া আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলস, এসইএমএল লেকচার ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফান্ড, ইনটেক লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।