১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআরঅনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, বিশেষ ক্ষেত্রে কাগজে জমাচলতি কর বছরে ১০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল বাংলাদেশ থেকে পাট আমদানি বাড়াতে চায় পাকিস্তান ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে ১৫১ টির শেয়ারদর নিম্নমুখী ছিল। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২২ জুলাই) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪০ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৪৮ শতাংশ। এতে করে দরপতনের শীর্ষে অবস্থান নিয়েছে কোম্পানিটি।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ২০ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড-এর শেয়ারদর কমেছে ১০ পয়সা বা ৫ শতাংশ।

এছাড়া, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং মেট্রো স্পিনিং লিমিটেড।