ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্সঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কর কমিশনার মিতু বরখাস্তপুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্সশুল্ক আরও কমানোর চেষ্টায় সরকার
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে ফ্যামিলিটেক্স বিডি

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭০ টির দর কমেছে। সবচেয়ে বেশি দর কমেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের।

ডিএসই থেকে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রুপালী ব্যাংক এর দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ। আর ৬০ পয়সা বা ৫ দশমিক ৩৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পেনিনসুলা চিটাগাং।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৪ দশমিক ৭৭ শতাংশ, রলাভেলোর ৪ দশমকি ২২ শতাংশ, এবি ব্যাংকের ৪ দশমিক ১৭ শতাংশ, ভিএফএস থ্রেডের ৪ দশমিক ১৭ শতাংশ, এস কে ট্রিমসের ৩ দশমিক ৭৭ শতাংশ, সান লাইফ ইন্সুরেন্সের ৩ দশমিক ৭৪ শতাংশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে।