চট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কঅনলাইনে আয়কর রিটার্ন জমা ১৬ লাখ ছাড়ালএকনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদনঅনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ডসঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে না
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৫ মে) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে  ৪ হাজার ৯৬১ পয়েন্টে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯০ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টি কোম্পানির শেয়ারদর।