ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দিষ্ট কিছু বিভাগ ব্যতীত সকল করদাতার জন্য এবার ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এই তথ্য নিশ্চিত করে করদাতাদের দ্রুত রিটার্ন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।
এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশী, মৃত করদাতার আইনি প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকরা ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে অনলাইন ই-রিটার্ন (www.etaxnbr.gov.bd) কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে করদাতাদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে।

