রাজস্ব আদায়ে চার মাসে ঘাটতি ১৭ হাজার কোটি টাকারিটার্ন দাখিলের সময় বাড়ছেডিসেম্বর থেকে অনলাইনে ইউপি নেওয়া বাধ্যতামূলক করলো এনবিআরঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রানার অটোমোবাইলসঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
No icon

দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু হয়েছে: এনবিআর

সারাদেশে সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ বৃহস্পতিবার এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, সারা দেশের সকল কর অঞ্চলে ই-রিটার্ন বিষয়ক সেবা প্রদান করার লক্ষ্যে ই-রিটার্ন হেল্প-ডেস্ক স্থাপন করা হয়েছে। করদাতাগণ নিজ নিজ কর অঞ্চলে সশরীরে উপস্থিত হয়ে অথবা কল হেল ডেস্কের নম্বরে যোগাযোগ করে ই-রিটার্ন বিষয়ক সেবা পেতে পারবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ই-রিটার্ন সংক্রান্ত যেকোন সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। উক্ত কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতাগণ ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন থেকে করদাতাগণ ই-রিটার্ন সংক্রান্ত যেকোন সমস্যা লিখিতভাবে জানালে তার সমাধান পাচ্ছেন।

এনবিআর জানায়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ণ দাখিল কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং ৬ লাখ ৩৫ হাজার জন করদাতা অনলাইনে ২০২৫-২০২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন।