শত বছরের লেনদেন শেষে বন্ধ হচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জ ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ ৫৬ হাজার কোটি টাকা২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স ভ্যাট অব্যাহতি দিলেই বেজা থেকে প্লট বুঝে নিতে আগ্রহী বিজিএমইএ
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

রোববার (১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারের দাম ৬ দশমিক ৪৫ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিন প্রতিষ্ঠানটির দর ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ৩ দশমিক ৫৩ শতাংশ কমেছে। এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ব্যাংক, সাফকো স্পিনিং, উত্তরা ফাইন্যান্স, আরামিট পিএলসি, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইলস এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।