শত বছরের লেনদেন শেষে বন্ধ হচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জ ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ ৫৬ হাজার কোটি টাকা২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স ভ্যাট অব্যাহতি দিলেই বেজা থেকে প্লট বুঝে নিতে আগ্রহী বিজিএমইএ
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে অবস্থান করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

সূত মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪১ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা মন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো আইএফআইসি ব্যাংক, মালেক স্পিনিং মিলস, এপেক্স ট্যানারি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ অটোকারস, ফার কেমিক্যাল এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ।