সব কাস্টম হাউসে অনলাইনে শুল্ক-কর দেওয়া যাবেতুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার চান উদ্যোক্তারাআলোচনা শেষ না হওয়া পর্যন্ত বাড়তি শুল্ক কার্যকর হবে না ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংকতিন কারণে হঠাৎ বরখাস্ত হলেন চট্টগ্রামের কাস্টম কমিশনার
No icon

এনবিআরের সব দফতর খোলা থাকবে দুই শনিবার

২০২৫-২৬ অর্থ-বছরের ‘বাজেট কার্যক্রম চলমান থাকায়’ সাপ্তাহিক ছুটির দিন শনিবারও নিজেদের সব দফতর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী দুই শনিবার (২১ ও ২৮ জুন) এনবিআরের অধীনস্থ কাস্টমস, ভ্যাট ও আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দফতর খোলা থাকবে।

বুধবার (১৮ জুন) এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশেমীর সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে জানানো হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় আগামী ২১ ও ২৮ জুন, পরপর দুই শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দফতর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ এরইমধ্যে সব দফতরে পাঠানো হয়েছে৷