বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজেরশত বছরের লেনদেন শেষে বন্ধ হচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জ ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ ৫৬ হাজার কোটি টাকা২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
No icon

এনবিআরের সব দফতর খোলা থাকবে দুই শনিবার

২০২৫-২৬ অর্থ-বছরের ‘বাজেট কার্যক্রম চলমান থাকায়’ সাপ্তাহিক ছুটির দিন শনিবারও নিজেদের সব দফতর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী দুই শনিবার (২১ ও ২৮ জুন) এনবিআরের অধীনস্থ কাস্টমস, ভ্যাট ও আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দফতর খোলা থাকবে।

বুধবার (১৮ জুন) এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশেমীর সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে জানানো হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় আগামী ২১ ও ২৮ জুন, পরপর দুই শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দফতর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ এরইমধ্যে সব দফতরে পাঠানো হয়েছে৷