সহজ ভ্যাট ব্যবস্থাপনা-আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান ব্যবসায়ীরাকরমুক্ত আয়সীমা বাড়ছে না, সুবিধা হারাতে পারে বড় রপ্তানি খাতমাইক্রোবাসে শুল্ক প্রত্যাহার দাবিমার্কিন শেয়ারবাজারে ধস, ডলারের দাম সর্বনিম্ন ২০২৩ সালে দেশের রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
No icon

করজাল বাড়াতে সরেজমিন মূল্যায়ন শুরু এনবিআরের

কর প্রদান ব্যবস্থা সহজ করে করদাতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে করজাল বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারাদেশে নতুনভাবে স্পট অ্যাসেসমেন্ট বা সরেজমিন মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে। যেসব করদাতার করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবা দিয়ে সহজে রিটার্ন গ্রহণ করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই কার্যক্রম নতুন করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে আয়কর দিতে উৎসাহিত করছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চল স্পট অ্যাসেসমেন্ট শুরু করেছে যা ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ মানুষের মধ্যে কর সচেতনতা বাড়ানো এবং কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।কর অঞ্চলগুলো দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে স্পট অ্যাসেসমেন্ট পরিচালনা নতুন করে শুরু করেছে। কর কমিশনাররা নিজ নিজ অধিক্ষেত্রে এ কার্যক্রম তদারকি করছেন এবং নির্ধারিত স্থানে ক্যাম্প স্থাপন করে ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ করদাতাদের সরাসরি অনলাইনে রিটার্ন পূরণে সহায়তা দিয়ে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা নিচ্ছেন। করদাতারা প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আয়কর সংক্রান্ত জটিলতা নিরসনের সুযোগ পাচ্ছেন।