৩০ দিনে বিনিয়োগের অর্থ ফেরাতে ব্যর্থ হলে তিনজনকে শতকোটি জরিমানাবাংলাদেশ আইএমএফের ষষ্ঠ কিস্তি পাবে নির্বাচনের পর বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজেরশত বছরের লেনদেন শেষে বন্ধ হচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জ ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ ৫৬ হাজার কোটি টাকা
No icon

ই–বুকে ভ্যাট অব্যাহিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

ই–বুকের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার ক্ষেত্রে শুধু ই–বুকের স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। 

এনবিআরের আদেশে বলা হয়েছে, দেশের সব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পুস্তকের সহজলভ্যতা নিশ্চিত করা, আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা ও শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে ই-বুক সেবা সর্বজনীন ও সহজলভ্য করা একান্ত প্রয়োজনীয়।

এই বাস্তবতায় আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং ই-বুক সেবা সর্বজনীন ও সহজলভ্য করার লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ধারা ১২৬–এর উপধারার আলোকে শুধু ই–বুকের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।