নিবন্ধন না থাকা প্রতিষ্ঠানকে ভ্যাট জালে আনতে মাঠে নামছে এনবিআরনিবন্ধনের আওতায় আসছে ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানআয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে ১৫ দিনকরনীতির ধারাবাহিকতার ওপর জোর দিলেন বিশেষজ্ঞরাআন্তর্জাতিক কাস্টমস দিবস আজ
No icon

এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা শুরু

সোমবার (২৩ ডিসেম্বর) এনবিআরের প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালকসহ আয়কর বিভাগ ও ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ সময় এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এছাড়া এনবিআরের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ তার বক্তব্যে সব কার্যক্রমে মেধা ও সততার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব।