রাজস্ব আহরণে করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে: মো. আবদুর রহমান খান ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ফ্যামিলিটেক্সভ্যাট রিফান্ডে ভোগান্তিকমছে মোবাইল ফোন আমদানির শুল্কহারঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে বিবিএস ক্যাবলস
No icon

প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল সহজ করলো এনবিআর

বাধ্যতামূলক না হলেও বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনেকেই অনলাইনে রিটার্ন দাখিল করতে চাচ্ছেন। কেননা অনলাইন রিটার্ন দাখিল সহজ ও ঝামেলাবিহীন। এ ছাড়া করদাতা তাৎক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের স্বীকৃতিপত্র এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন। তবে ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশের মোবাইল সিমে ওটিপি পাঠানো হয় বিধায় তাদের ই-রিটার্ন দাখিল করতে সমস্যা হচ্ছিল। এ সমস্যা সমাধানে জাতীয় রাজস্ব বোর্ড বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার পরিচিতি ও অবস্থান নিশ্চিত করার জন্য তাঁর পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা-সিলের কপি, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য এবং ছবি ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে পাঠিয়ে আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে ওটিপি এবং নিবন্ধন লিংক পাঠানো হবে। এ লিংকের মাধ্যমে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কাগজপত্র বা দলিল আপলোড করতে হয় না।