দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু হয়েছে: এনবিআরকর ফাঁকিতে ‘নাম্বার ওয়ান’খ্যাত ক্রিকেটার সাকিব২০২৫–২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ কর ব্যবস্থার উন্নয়নে ৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স কমিটি গঠনকর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রমের বিশেষ উদ্যোগ
No icon

কর ব্যবস্থার উন্নয়নে ৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স কমিটি গঠন

কর ব্যবস্থার কাঠামোগত সমন্বয় করে কর জিডিপির হার বাড়ানোর লক্ষ্যে ৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর্মসম্পাদন ব্যবস্থাপনা দফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।৯ সদস্যের টাস্কফোর্স কমিটিতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তারকে সভাপতি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ যুগ্ম-সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী সদস্য সচিব করা হয়। এছাড়া সদস্য হিসেবে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেসরিয়াল ফেলো, ড. সুলতান হাফিজ রহমান, কনকর্ডিয়া ইউনিভার্সিটি, মন্ট্রিল, কানাডার প্রফেসর এমিরিটাস ড. সৈয়দ মইনুল আহসান, বাংলাদেশ কৃষি ব্যাংক চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন, ইকোনমিক রিসার্চ গ্রুপ নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রতিনিধি। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের কর ব্যবস্থার কাঠামোগত সমন্বয় এবং উন্নয়নের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায়পূর্বক কর জিডিপি অনুপাতকে গ্রহণযোগ্য মাত্রায় উন্নয়নের লক্ষ্যে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স গঠন করা হলো।কমিটি কাজ হবে, কর জিডিপির হার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীতকরণের লক্ষ্যে কর কাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাস সুপারিশ প্রণয়ন। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহিঃবাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদে আশু করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন। টাস্কফোর্সে প্রয়োজনে সদস্য কো-অপ্ট করা যাবে। আগামী ৩১ জানুয়ারি ২০২৬ এর মধ্যে অর্থ উপদেষ্টার নিকট চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে ওই টাস্কফোর্সের কার্যক্রম সমাপ্ত হবে।