অনলাইনে রিটার্ন দাখিলে করদাতার তথ্য কি নিরাপদ?আয়কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন নির্দেশনাদর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্সপ্রথম ১০ দিনেই প্রায় ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল
No icon

অনলাইনে রিটার্ন দাখিলে করদাতার তথ্য কি নিরাপদ?

এবার সারা দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য নির্ধারিত ওয়েবসাইটে (www.etaxnbr.gov.bd) আয়-ব্যয়, ঋণ ও সম্পদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। তবে করদাতাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, অনলাইনে দাখিল করা এসব তথ্য কতটা নিরাপদ থাকবে।এ বিষয়ে আশ্বস্ত করেছে এনবিআর।সংস্থাটি জানিয়েছে, অনলাইনে দাখিল করা সব তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড আইনগতভাবে করদাতাদের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে।যদিও সবার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক চাইলে অফলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।তবে ইচ্ছা করলে তাঁরাও অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।