ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংকতিন কারণে হঠাৎ বরখাস্ত হলেন চট্টগ্রামের কাস্টম কমিশনারএবার তোপের মুখে এনবিআর, বিব্রত মধ্যস্থতাকারীরাওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে তৎপর ঢাকাব্যাংক ও এসএমই খাতের সংস্কার ডিসেম্বরের মধ্যে শেষ হবে : অর্থ উপদেষ্টা
No icon

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না: এনবিআর চেয়ারম্যান

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, কর দিয়ে কেউ দেউলিয়া হয়েছে বলে শুনি নাই। কর তো আয়ের ওপর দেয়, ব্যয়ের ওপর নয়। তাহলে কর দিতে সমস্যা কোথায়।