ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্সঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কর কমিশনার মিতু বরখাস্তপুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্সশুল্ক আরও কমানোর চেষ্টায় সরকার
No icon

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যক্তি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি করা হয়েছে। কোম্পানির রিটার্ন জমা দেওয়ার তারিখ ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে আগামী ১৬ মার্চ করা হয়েছে।

এর আগে দুই দফা রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে। গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন। 

জানা গেছে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে। প্রতিবছরই নির্দিষ্ট সময়ের পর রিটার্ন জমার সময় বাড়ানোর অভ্যাস থেকে বের হতে পারছে না এনবিআর। এবারও ব্যতিক্রম নয়।

এবার কিছু ক্ষেত্রে রিটার্ন জমার ধরন পাল্টে অনলাইনে জমা বাধ্যতামূলক করা হয়েছে। যেমন গত ২২ অক্টোবর এনবিআরের আদেশে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকার সরকারি কর্মকর্তা, তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর কোম্পানির কর্মকর্তাসহ বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলো হলো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও নেসলে বাংলাদেশ পিএলসি। নতুন এই আদেশে অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক হওয়ায় অনেক ব্যাংকার বিপাকে পড়েছেন।