ব্যাংক ও এসএমই খাতের সংস্কার ডিসেম্বরের মধ্যে শেষ হবে : অর্থ উপদেষ্টাকাজে ফিরেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরাযুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে সরকারবিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেবে এনবিআর‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ চলবে
No icon

আয়কর রিটার্ন দেওয়া যাবে সারাবছর

এনবিআর চেয়ারম্যান বলেন, “অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না। ৩৬৫ দিনই লোকজন দিতে পারবে। ৩১ জানুয়ারি পর্যন্ত যারা ট্যাক্স রিটার্ন দেবেন, তাদের ট্যাক্স ক্যালকুলেশন এক রকম হবে। এরপর যারা দেবেন, তারাও অনলাইনে দিতে পারবেন, তাদের অটোমেটিক্যালি এক্সট্রা বার্ডেন চলে আসবে।”