কর প্রশাসন আধুনিকায়নে এডিবির আরও সম্পৃক্ততা চান অর্থ উপদেষ্টাচট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কঅনলাইনে আয়কর রিটার্ন জমা ১৬ লাখ ছাড়ালএকনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদনঅনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড
No icon

আয়কর আইন সংস্কার : আয়কর আইনজীবীদের ৭ সদস্যের টাস্কফোর্স গঠন

আয়কর আইন, ২০২৩ সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুতকল্পে আয়কর আইনজীবীদের পক্ষ হতে সাত সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে।ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মতিনকে টাস্কফোর্সের আহ্বায়ক এবং ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আশরাফ হোসেন খানকে সদস্য সচিব করে সাত সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়।টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মজিবুব রহমান ভূঁইয়া (সভাপতি-ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন), এএইচএম মাহবুব সালেকিন সাবেক (সহ-সভাপতি-ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন), অ্যাডভোকেট মো. মনজুর হোসেন পাটোয়ারী (সেক্রেটারি-ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন), অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান (সাবেক সেক্রেটারি-চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশন) ও অ্যাডভোকেট মো. ওমর ফারুক স্বপন।আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নং আইন) এর মূল ধারা, সংশ্লিষ্ট বিধি, প্রজ্ঞাপন ইত্যাদি করদাতা বান্ধব ও মাঠ পর্যায়ে প্রয়োগ সহজতর করা এবং আয়কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে সমস্যাদি সমাধানের প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে উক্ত টাস্কফোর্স গঠন হয়।উক্ত ট্যাস্কফোর্স আয়কর আইন, ২০২৩, বিধি, প্রজ্ঞাপন পর্যালোচনা ও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গঠিত ট্যাস্কফোর্সের সাথে মতবিনিময় ও আইনের প্রয়োজনীয় সংস্কার, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক সুনিদিষ্ট প্রস্তাবনা দাখিল করবেন।