কর প্রশাসন আধুনিকায়নে এডিবির আরও সম্পৃক্ততা চান অর্থ উপদেষ্টাচট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কঅনলাইনে আয়কর রিটার্ন জমা ১৬ লাখ ছাড়ালএকনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদনঅনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড
No icon

করজাল সম্প্রসারণে প্রয়োজন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজস্ব কাঠামো : আশরাফ আহমেদ

ডিসিসিআইতে অনুষ্ঠিত ‘শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়কর ব্যবস্থাপনা’ বিষয়ক ওয়ার্কশপে এ দাবি জানান তিনি। সোমবার (১৪ জুলাই) সংগঠনটির এক বিবৃতিতে ঢাকা চেম্বার সভাপতি বলেন, ব্যবসা-বাণিজ্যে কমপ্লায়েন্সর উন্নয়নে দেশের কর ব্যবস্থাকে পুর্ণাঙ্গরূপে ঢেলে সাজানো প্রয়োজন। যার মাধ্যমে ব্যবসায় পরিচালন ব্যয় হ্রাসে পাবে পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকেও সহজ করবে। বিশেষ করে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের মান সম্পন্ন হিসাবরক্ষণ পদ্ধতি অনুসরণের মাধ্যমে কর নিরূপণ করা প্রয়োজন।