ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এইচ আর টেক্সটাইলএনবিআর ও কাস্টমসের জটিলতা নিরসনের দাবি তৈরি পোশাক ক্রেতাদেরমার্কিন শুল্ক সুবিধা কাজে লাগাতে কৌশল নেওয়ার পরামর্শ ৪০ ক্রেতারদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলারঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে এইচ আর টেক্সটাইল
No icon

সর্বজনীন পেনশন স্কিম থেকে আসা আয় পুরোপুরি করমুক্ত

সর্বজনীন পেনশন স্কিম থেকে আসা আয় পুরোপুরি করমুক্ত থাকবে। এমনকি বিভিন্ন ধরনের পেনশন স্কিমে যে অর্থ জমা রাখা হবে, এ জন্য আপনি বছর শেষে কর রেয়াতও পাবেন।

জাতীয় সংসদে পাস হওয়া অর্থ আইনের সর্বজনীন পেনশন স্কিমের আয়কে করমুক্ত রাখা হয়েছে। অবশ্য গত নভেম্বর মাসেই প্রজ্ঞাপন জারি করে পেনশন স্কিমের আয় করমুক্ত রাখা হয়। সেটাকেই এখন অর্থ আইনে সংযুক্ত করা হয়েছে।