কর প্রশাসন আধুনিকায়নে এডিবির আরও সম্পৃক্ততা চান অর্থ উপদেষ্টাচট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কঅনলাইনে আয়কর রিটার্ন জমা ১৬ লাখ ছাড়ালএকনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদনঅনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড
No icon

পরোক্ষ করের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনার সুপারিশ

উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে পরোক্ষ করের ওপর থেকে নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ কর বাড়াতে হবে। এতে করের ভিত্তি ও কর জিডিপি অনুপাত বাড়বে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং ঢাকার কর অঞ্চল-১৫ এর যৌথ আয়োজনে এক আলোচনা সভায় সংগঠনটির পক্ষে এমন সুপারিশ করা হয়। অনুষ্ঠানে কর অঞ্চল-১৫ এর কমিশনার এ কে এম হাসানুজ্জামান বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কর কর্তৃপক্ষ এবং করদাতাদের মধ্যকার দূরত্ব কমে আসবে। এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম বলেন, কর সংগ্রহে অনলাইন ও অটোমেশন ব্যবস্থার সদ্ব্যবহার করতে হবে। যাতে কর সংগ্রহ বাড়ানোর পাশাপাশি ব্যবসার খরচ ও সময় দুটিই কমে। এমসিসিআইর সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির বলেন, উৎসে কর কর্তন প্রত্যয়নপত্র, আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র জমার যে নিয়ম করা হয়েছে, তা আরও সহজ করা উচিত। যুগ্ম কমিশনার ওয়াকিল আহমদ বলেন, উৎসে কর রাজস্ব আয়ের প্রধান উৎস। ই-টিডিএস এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে