কর প্রশাসন আধুনিকায়নে এডিবির আরও সম্পৃক্ততা চান অর্থ উপদেষ্টাচট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কঅনলাইনে আয়কর রিটার্ন জমা ১৬ লাখ ছাড়ালএকনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদনঅনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড
No icon

আইডিবিকে প্রত্যক্ষ কর সুবিধা

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংককে (আইডিবি) শর্ত সাপেক্ষে সকল প্রকার প্রত্যক্ষ কর প্রদান হতে অব্যাহতি প্রদান করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সই করা বিশেষ আদেশে ওই সুবিধা দেওয়া হয়েছে। ২৪ ডিসেম্বর প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪ ধারার ৪ উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংককে সকল প্রকার প্রত্যক্ষ কর প্রদান হতে অব্যাহতি প্রদান করা হলো। তবে শর্তগুলো হলো- ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০১৫ সালের ২৬ নভেম্বরে দ্য স্টাব্লিসমেন্ট অব দ্য কান্ট্রি গেটওয়ে অফিস অব দি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ ইন বাংলাদেশ শীর্ষক চুক্তির সকল শর্তাদি পরিপালন করতে হবে।