কর প্রশাসন আধুনিকায়নে এডিবির আরও সম্পৃক্ততা চান অর্থ উপদেষ্টাচট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্কঅনলাইনে আয়কর রিটার্ন জমা ১৬ লাখ ছাড়ালএকনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদনঅনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড
No icon

ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট কমে চার বছরের সর্বনিম্নে নেমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক (ডিএসইএক্স) রবিবার ১৪৯ পয়েন্ট (দুই দশমিক ৯১ শতাংশ) কমে ৪,৯৬৫-এ বন্ধ হয়েছে - যা প্রায় চার বছরে দেখা যায়নি। ২০২০ সালের ২ ডিসেম্বর শেষবার সূচকের এমন পতন হয়েছিল। সেসময় এটি ৪,৯৩৪ পয়েন্টে নেমেছিল।

রবিবারের ট্রেডিং সেশনে কেবল ২৯টি ইস্যুর অগ্রগতি দেখা গেছে, যেখানে ৩৪১টি হ্রাস পেয়েছে এবং ২৫টি অপরিবর্তিত রয়েছে। লেনদেনও কিছুটা কমে গিয়ে দাঁড়িয়েছে ৩০১ কোটি টাকায়।