ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট ভোজ্যতেল আমদানির খরচ বাড়াল এনবিআরকরদাতাদের জন্য নতুন সফটওয়্যার, ঘরে বসেই হবে সমাধানঅনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার চালু করল এনবিআর ডিসেম্বরের মধ্যেই রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ হচ্ছে
No icon

ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট কমে চার বছরের সর্বনিম্নে নেমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক (ডিএসইএক্স) রবিবার ১৪৯ পয়েন্ট (দুই দশমিক ৯১ শতাংশ) কমে ৪,৯৬৫-এ বন্ধ হয়েছে - যা প্রায় চার বছরে দেখা যায়নি। ২০২০ সালের ২ ডিসেম্বর শেষবার সূচকের এমন পতন হয়েছিল। সেসময় এটি ৪,৯৩৪ পয়েন্টে নেমেছিল।

রবিবারের ট্রেডিং সেশনে কেবল ২৯টি ইস্যুর অগ্রগতি দেখা গেছে, যেখানে ৩৪১টি হ্রাস পেয়েছে এবং ২৫টি অপরিবর্তিত রয়েছে। লেনদেনও কিছুটা কমে গিয়ে দাঁড়িয়েছে ৩০১ কোটি টাকায়।