করদাতাদের জন্য নতুন সফটওয়্যার, ঘরে বসেই হবে সমাধানঅনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার চালু করল এনবিআর ডিসেম্বরের মধ্যেই রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ হচ্ছেএনবিআর কর্মকর্তা গ্রাহকের ব্যক্তিগত তথ্য দেখতে পারবে না : এনবিআর চেয়ারম্যান২২ কোটি টাকা কর ফাঁকি, সালাম মুর্শেদীর ব্যাংক হিসাব জব্দ
No icon

ব্যাংকগুলোর জন্য দৈনিক রেপো–সুবিধা বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির শর্ত হিসেবে ব্যাংকগুলোর জন্য দৈনিক রেপো–সুবিধা বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করতে পারবে না। রেপোর নিলাম প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তবে আগের মতোই দৈনিকভিত্তিক স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুবিধা অব্যাহত থাকবে।