করজাল বাড়াতে নজর এনবিআরেরএক কোটি ৩১ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে সাদিক অ্যাগ্রোরিটার্নের প্রমাণপত্র জমা না দিলে গাড়িতে বাড়তি করকরমুক্ত আয়ের সীমা বাড়ানো উচিত ছিলকর-ভ্যাটের চাপ আরও বাড়বে
No icon

রাষ্ট্রায়ত্ত ৮ সংস্থা ঋণখেলাপি : বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বিজেএমসির। সংস্থাটি ১৩১ কোটি ৩০ লাখ টাকার খেলাপি। এর বাইরে বিটিএমসির ২৪ কোটি ৯০ লাখ, বিএডিসির ২১ কোটি ২৭ লাখ ও বিটিবি ৪ কোটি ৬২ লাখ টাকার ঋণ খেলাপি। আর বিসিআইসি, বিএসএফআইসি, বিআরটিসি ও টিসিবি মিলে খেলাপি ঋণের পরিমাণ ৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে রেকর্ড ১ লাখ ৮২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এ খেলাপি গ্রাহকেরা মূলত বেসরকারি খাতের। সরকারি সংস্থার খেলাপি ঋণের তথ্য বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় প্রতিবছরই তুলে ধরছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।