ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংকতিন কারণে হঠাৎ বরখাস্ত হলেন চট্টগ্রামের কাস্টম কমিশনারএবার তোপের মুখে এনবিআর, বিব্রত মধ্যস্থতাকারীরাওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে তৎপর ঢাকাব্যাংক ও এসএমই খাতের সংস্কার ডিসেম্বরের মধ্যে শেষ হবে : অর্থ উপদেষ্টা
No icon

রাষ্ট্রায়ত্ত ৮ সংস্থা ঋণখেলাপি : বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বিজেএমসির। সংস্থাটি ১৩১ কোটি ৩০ লাখ টাকার খেলাপি। এর বাইরে বিটিএমসির ২৪ কোটি ৯০ লাখ, বিএডিসির ২১ কোটি ২৭ লাখ ও বিটিবি ৪ কোটি ৬২ লাখ টাকার ঋণ খেলাপি। আর বিসিআইসি, বিএসএফআইসি, বিআরটিসি ও টিসিবি মিলে খেলাপি ঋণের পরিমাণ ৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে রেকর্ড ১ লাখ ৮২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এ খেলাপি গ্রাহকেরা মূলত বেসরকারি খাতের। সরকারি সংস্থার খেলাপি ঋণের তথ্য বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় প্রতিবছরই তুলে ধরছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।